অদ্ভুত আঁধার এক

অন্ধকার (জুন ২০১৩)

আশরাফুল হক
  • ১৬
গ্রহণের কালে জন্ম নিল শিশুটি
তার আগমনে আনন্দ সুর রূপান্তরিত আজ গাঢ় বিষাদে
কালো পৃথিবীর বুকে আসা এই ছোট্ট প্রাণটি
খুঁজে পাবে পথ, না কি ডুবে যাবে লোভের ঘৃণ্য ক্লেদে?

চতুর্দিক থেকে মুহুর্মুহু ধেয়ে আসা গুলি
ফুটো করে যায় বিধবা মায়ের স্বপ্নে
নাহয় কখনো কোনো ভগ্নীর সহোদরের খুলি,
শুধু রয়ে যায় কার্তুজের খোসা পোড়া রাজপথে, এলোমেলো ভাসে রক্তে।
কখনো কখনো ভেঙ্গে পড়ে ছাদ
গুমরে গুমরে কাঁদে শ্রমিকের আহ্লাদ,
কখনোবা লোভে, প্রতারনার ফাঁদে
শত শত তাজা প্রাণ লাশ হয় সবুজ শ্যামল এই দেশে।
শাসকের চোখে কখোনো কি এই ভাসে?
নাকি শুধু খেলা করে ক্ষমতার লোভ
থেমে থেমে নেচে গেয়ে ফেটে পড়ে উল্লাসে,
তাজা রক্তের তীব্র ঘ্রাণে শুধু পড়ে থাকে শোষিতের শব।

গ্রহণের কালে জন্ম নিয়েছে শিশুটি
তবে কি সে পাবে? আলোর আকাশ, সোঁদা গন্ধী বৃষ্টি
নব জীবনের ঘ্রাণ ঝলমলে রোদে,
না কি ডুবে যাবে লোভের ঘৃণ্য ক্লেদে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক ক্ষোভ, অসঙ্গতি আর বিষাদের ছায়ায় জন্ম নেওয়া শিশুটি যেন নিরাপদ থাকে...খুব ভালো লাগলো...
তানি হক গ্রহণের কালে জন্ম নিয়েছে শিশুটি তবে কি সে পাবে? আলোর আকাশ, সোঁদা গন্ধী বৃষ্টি নব জীবনের ঘ্রাণ ঝলমলে রোদে, না কি ডুবে যাবে লোভের ঘৃণ্য ক্লেদে। - ... গম্ভীর কথামালার অসাধারণ একটি কবিতা .... খুব খুব ভালো লাগলো ...ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে
আপনাকে অনেক ধন্যবাদ।
এফ, আই , জুয়েল # বাস্তবতার আলোকে সুন্দর কবিতা ।।
সূর্য সমসাময়িক সময়ের ক্লেদাক্ত বিবেক বোধে আঘাত করার মতো শাণিত কথা মালা। দারুণ লিখেছেন, বেশ ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি গ্রহণের কালে জন্ম নিয়েছে শিশুটি তবে কি সে পাবে? আলোর আকাশ, সোঁদা গন্ধী বৃষ্টি নব জীবনের ঘ্রাণ ঝলমলে রোদে, না কি ডুবে যাবে লোভের ঘৃণ্য ক্লেদে।................// প্রশ্নের বান ছুড়ে মারা হয়েছেজাগ্রত বিবেকের কাছে ......খুব বাল লেগেছে..........আশরাফুল আপনাকে অশেষ ধন্যবাদ........
শিউলী আক্তার দুর্দান্ত কবিতা !
অদিতি ভট্টাচার্য্য বর্তমান সমাজের ওপর লেখা সুন্দর লেখা।
Lutful Bari Panna আপনার চেতনার জায়গাটা অনেক শানিত।
কায়েস গ্রহণের কালে জন্ম নিয়েছে শিশুটি তবে কি সে পাবে? আলোর আকাশ, সোঁদা গন্ধী বৃষ্টি নব জীবনের ঘ্রাণ ঝলমলে রোদে, না কি ডুবে যাবে লোভের ঘৃণ্য ক্লেদে। অসম্ভব সুন্দর কবিতা

১৬ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪